অনলাইনে আয়

অনলাইনে আয়
অনলাইনে আয় বলতে সাধারণত ইন্টারনেটে কাজ করে আয় উপার্জনকে বুঝায়। এই কাজ বিভিন্ন ধরণের হতে পারে। এটা হতে পারে শুধু লেখা-লেখি বা ক্লিক করা আবার হতে পারে কোন পন্য বিক্রি করা। আপনার যদি শুধুমাত্র প্রবল ইচ্ছাশক্তি থাকে তাহলেই আপনার দ্বারা অনলাইনে কাজ করে আয় করা সম্ভব। অনলাইনে আয় করা সবার জন্য উন্মুক্ত। দক্ষ ও অদক্ষ যে কেউই এই পদ্ধতিতে কাজ করে আয় করতে পারে। এতে বয়সের কোন বাধা-ধরা নিয়ম নেই। আপনিও বিভিন্ন উপায়ে অনলাইনে আয় করতে পারেন। আপনি যদি সফটওয়্যার ডেভেলপার বা অয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনি অনলাইন থেকে এসবের উপর কাজ করতে পারেন। আবার মনে করুন আপনি ইংরেজী ভাল জানেন তাহলে আপনি বিভিন্ন বিষয়ের উপরেও অনলাইনে মানুষকে পরামর্শ দিয়ে আয় করতে পারেন। এবার মনে করুন আপনি কিছুই জানেন না তাহলে শুধুমাত্র ক্লিক করে আয় করতে পারেন। আবার আপনি শখের বশে বা কাজের জন্য একটি অয়েব সাইট বা ব্লগ বানিয়ে সেখান থেকেও এড বসানোর মাধ্যমে আয় করতে পারেন।
অনলাইনে আয় করার জন্য আপনাকে কম্পিউটার সাইন্স-এ পড়াশোনা করতে হবে না বা কম্পিউটারের ব্যাপারে দক্ষ হতে হবে না। দক্ষ ও অদক্ষ যে কেউ এই পদ্ধতিতে আয় করতে পারে। অনলাইনে আয় করার পথ সবার জন্য উন্মোক্ত। এর জন্য শুধুমাত্র প্রয়োজন আপনার একাগ্রতা এবং প্রবল ইচ্ছা শক্তি। 

আউট সোর্সিং কি এবং কেন ?
আউট সোর্সিং হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে ৩য় কোন প্রতিষ্ঠানের সাহায্যে করে নেয়া। এই কাজ হতে পারে পণ্যের শুধু ডিজাইন করা অথবা সম্পূর্ণ উৎপাদন অন্য প্রতিষ্ঠান দিয়ে করে নেয়া। আউট সোর্সিং এর সিদ্ধান্ত সাধারণত নেয়া হয় উৎপাদন খরচ কমানোর জন্য। অনেক সময় পর্যাপ্ত সময়, শ্রম অথবা প্রযুক্তির অভাবেও আউট সোর্সিং করা হয়।
অন্যদিকে অফশোর আউট সোর্সিং হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিজ দেশে সম্পন্ন না করে ভিন্ন দেশ থেকে করে নেয়া। প্রধানত ইউরোপ এবং আমরিকার ধনী দেশগুলো অফশোর আউট সোর্সিং করে থাকে যার মূল লক্ষ্য হচ্ছে পণ্যের গুণগত মান ঠিক রেখে কম পারিশ্রমিকের মাধ্যমে কাজটি সম্পন্ন করা। মূলত তথ্য-প্রযুক্তি নির্ভর কাজগুলো যেমন- ডাটা প্রসেসিং, প্রোগ্রামিং, গ্রাফিক্স, মাল্টিমিডিয়া, টেকনিক্যাল সাপোর্ট ইত্যাদি অফশোর আউট সোর্সিং করা হয়। যে সকল দেশ এ ধরণের সার্ভিস প্রদান করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ভারত, ইউক্রেইন, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, চীন, ফিলিফাইনস্‌, রাশিয়া, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মালয়েশিয়া, মিসর এবং অনেক দেশ।

ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে ফ্রিল্যান্সার হওয়া যায় ?
ফ্রিল্যান্সার হচ্ছে হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করেন। একজন ফ্রিল্যান্সারের যে রকম রয়েছে কাজের ধরণ নির্ধারণের স্বাধীনতা, তিমনি রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা। গতাণুগতির সকাল ৯টা থেকে বিকাল ৫টা অফিস সময়ের মধ্যে ফ্রিল্যান্সার সীমাবদ্ধ নয়। ইন্টারনেটের কল্যাণে ফ্রিল্যান্সিং এখন একটি নির্দিষ্ট স্থানের সাথেও সম্পর্কযুক্ত নয়। আপনার সাথে যদি থাকে একটি কম্পিউটার আর একটি ইন্টারনেট সংযোগ তাহলে যে কোন জায়গাতে বসেই আপনি ফ্রিল্যান্স আউট সোর্সিং এর কাজগুলো করতে পারেন। হতে পারে তা ওয়েবসাইট তৈরী, থ্রিডি এনিমেশন, ছবি সম্পাদনা, ডাটা এন্ট্রি বা কেবল মাত্র লেখা-লেখি করা। 

ইন্টারনেট থেকে প্রাপ্ত কাজগুলোর প্রকারভেদ
ইন্টারনেট থেকে প্রাপ্ত কাজগুলোকে মূলত তিন ভাগে ভাগ করা যায়, যথাঃ
১. কোন প্রকার দক্ষতা ছাড়া কাজ, তবে ইন্টারনেট সম্পর্কে সাধারণ ধারণা থাকতে হবে।
২. অপেক্ষকৃত কম দক্ষতা সম্পন্ন কাজ।
৩. যে কোন প্রকার দক্ষতাকে কাজে লাগিয়ে কাজ।

অনলাইনে আয়ের জন্য যোগ্যতা
অনলাইনে আয় করার জন্য আপনার খুব বেশী যোগ্যতার প্রয়োজন হবে না। আপনি যদি মনে করেন নিচের চারটি গুণই আপনার মধ্যে আছে, তাহলেই কেবল আপনি অনলাইনে আয় করার জন্য সমর্থ হবেন।

গুণ চারটি হলোঃ
১. বিশ্বাস। 
২. ধৈর্যশীলতা।
৩. সততা।
৪. আত্মবিশ্বাস। 






No comments:

Post a Comment