ইন্টারনেটে প্রায় সব ধরণের কাজ করার জন্যই আপনার একটি ই-মেইল এড্রেসের প্রয়োজন হবে। তবে G-mail হলে আরো বেশী ভালো। তাই google এর মাধ্যমে কিভাবে একটি G-mail Address তৈরী করা যায় তথা G-mail এ কিভাবে একটি একাউন্ট তৈরী করা যায় তা জানা যাক।
একটি G-mail একাউন্ট করতে www.gmail.com এ ভিজিট করুন। তারপর একটি পেজ আসবে। উক্ত পেজের নিচের দিকে Create an account এ ক্লিক করুন। এরপর যে ফরমটি আসবে সেখানে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন। প্রথমে First Name এর জায়গায় আপনার নামের প্রথম অংশ দিন। যদি আপনার নাম তিন শব্দ বিশিষ্ট হয় তাহলে নামের প্রথম দুই শব্দ First Name এর জায়গায় দিন। আর Last Name এর জায়গায় আপনার নামের শেষ অংশটি লিখুন। এরপর Desired Login Name এর জায়গায় এমন একটি নাম বা word লিখুন যে নাম বা ওয়ার্ড-এ কোন জি-মেইল ঠিকানা নেই এবং এই নাম বা ওয়ার্ডটিই হবে আপনার জি-মেইল এড্রেস। এর পর check abailability এ ক্লিক করুন। যদি আপনি যে নামটি choice করেছেন সেটি আগে কেউ নিয়া থাকে তাহলে সেখানে দেখাবে your name is not abailable এবং এর নিচে কিছু unique name দেবে। আপনি ইচ্ছে করলে এগুলো থেকে যে কোন একটি সিলেক্ট করতে পারেন অথবা নতুন একটি ইউনিক নাম পছন্দ করে নিতে পারেন। এরপর choose password এর স্থানে একটি password দিন। মনে রাখবেন password টি যাতে আট অক্ষরের কম না হয় এবং এটা গুপন স্থানে লিখে রাখবেন। কেউ যদি জেনে যায় তাহলে তা পরিবর্তন করে দিবেন অন্যথায় আপনার মেইলে ঢুকে যে কেউ বিপদ জনক মেইল সেন্ড করে দিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে। আর re-enter password এর জায়গায় আগের password টি হুবহু লিখুন। security question এর ড্রপ ডাউন বক্স থেকে যে কোন একটি question সিলেক্ট করুন। তারপর উত্তর এর ঘরে ঐ প্রশ্নটির একটি উত্তর দিন। এই উত্তরটি আপনার পাসওয়ার্ডের সাথে সংরক্ষণ করুন। কেননা কখনো আপনার একাউন্ট Lock হয়ে গেলে তখন উক্ত প্রশ্নের উত্তরটি প্রয়োজন হতে পারে। Recovery e-mail এর স্থানে আপনার নিজের বা আপনার নিকটতম জনের অন্য একটি ই-মেইল এড্রেস দিন। যেখানে আপনার ই-মেইল এর লক সংক্রান্ত যে কোন গোপন বার্তা যাবে। আবার এই ঘরটি খালিও রাখতে পারেন। তবে আপনি যদি কোন সময় আপনার G-mail account এর password অথবা user name ভুলে যান বা হারিয়ে ফেলেন তখন Recovery e-mail address এর মাধ্যমে আপনি user name ও password উদ্ধার করতে পারবেন। Location এর স্থানে Bangladesh সিলেক্ট করুন। এর পর word verification এর স্থানে উপরে এলোমেলোভাবে যে লেখাটি দেখা যাচ্ছে তা হুবহু লিখুন। এটাকে কেপ্সা কোড বলে হয়। সর্বশেষ I accept create my account এ ক্লিক করুন। এরপর আপনাকে congratulation বার্তা দেখানো হবে, এর ডান দিকে Show me my account এ ক্লিক করুন। এর পর কিছু সময় অপেক্ষা করুন, তারপর যে পেজ আসবে সেটি হচ্ছে আপনার ই-মেইল একাউন্ট। এখান থেকে আপনি আপনার সব ই-মেইল পড়তে ও লিখে পাঠাতে পারবেন। এরপর Log out এ ক্লিক করে আপনার একাউন্ট ক্লোজ করে দিন। অন্যথায় আপনার কম্পিউটার থেকে যে কেউ আপনার আকাউন্টে প্রবেশ করতে পারবে কোন পাসওয়ার্ড ব্যবহার করা ছাড়া। তিনি সেখান থেকে কাউকে বিপদজক বার্তাও পাঠাতে পারবে, যা আপনাকে বিপদে ফেলে দিতে পারে। তাই সবসময় Log Out করে আপনার একাউন্টিকে বন্ধ করুন। ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment